Logo
শিরোনাম

পুলিশ লাইনস থেকে তিন মোটরসাইকেল চুরি

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শরীয়তপুর পুলিশ লাইনস থেকে তিনটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পুলিশ লাইনসে পুনাক হস্ত, কুটির শিল্প ও পণ্য মেলা দেখতে আসা দর্শনার্থীর মোটরসাইকেল চুরি হয়।

সদরের পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন দুইটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।

ওসি আক্তার হোসেন বলেন, দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর সদর উপজেলার কারাভোগ এলাকার আসাদুল্লাহ গালিব বলেন, আমার ইয়ামাহা ব্যান্ডের (আর১৫ ভি৩) মোটরসাইকেলের মূল্য ৫ লাখ টাকা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমার মোটরসাইকেল পুলিশ লাইনসের ভেতরে নির্ধারিত জায়গায় রেখে মেলায় ঢুকি। পরে যেয়ে দেখি আমার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। আমার মামা টুটুল থানায় মৌখিকভাবে জানিয়েছে।

চুরি হওয়া ইয়ামাহা ব্যান্ডের (আর১৫ ভি৩) মালিক সাদিকুর রহমান নিশাদ বলেন, সোমবার আমার বাইকসহ চারটি বাইক নিয়ে মাদারীপুর পৌরসভার ২ নম্বর শকুনী নিজ এলাকা থেকে আটজন শরীয়তপুর পুলিশ লাইনসে মেলা দেখতে যাই। পুলিশ লাইনসের ভেতরে নির্ধারিত জায়গায় বাইক রেখে সন্ধ্যায় মেলায় ঢুকি। পরে রাত ৯টার দিকে বাড়িতে যাব এমন সময় বাইকের কাছে গেলে অন্য ৩টা বাইক পেলেও আমরটা আর পাইনি, চুরি হয়ে গেছে। থানায় মৌখিকভাবে জানিয়েছি।

রবিন মাহমুদ সরদার বলেন, আমার বাড়ি শরীয়তপুর সদরের পশ্চিম চরসন্দি। গতকাল রাত সোয়া ৮টার দিকে সুজুকি (জিক্সার এসএফ) মোটরসাইকেল নিয়ে মেলায় যাই। পরে গিয়ে দেখি মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শখের ৩ লাখ টাকার মোটরসাইকেলটি হারালাম।

গত কয়েকদিনে শরীয়তপুরে চোর চক্রের পাঁচ সদস্যকে চোরাই ছয় মোটরসাইকেল ও একটি অটোরিকশাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান প্রেস ব্রিফিং করেন। এ সময় নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান, নড়িয়া থানার ওসি মাহবুব আলম উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা পর শরীয়তপুর পুলিশ লাইনস থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়।


আরও খবর