Logo
শিরোনাম

পূর্ণাঙ্গ কমিটি গঠন করল জামায়াতে ইসলামী

প্রকাশিত:শনিবার ০৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৩-২০২৫ কার্যকালের জন্য এ কমিটি গঠিত হয়েছে।  গতকাল শুক্রবার দলটির কেন্দ্রীয় মজলিসে মজলিসে শূরার সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ২০২৫ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠিত হয়েছে। এতে দলের নায়েবে আমির নির্বাচিত হন অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মিয়া গোলাম পরওয়ার। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন এ টি এম মাছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মোয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মো. শাহজাহান ও এহসানুল মাহবুব জোবায়ের আর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি হয়েছেন মতিউর রহমান আকন্দ।


আরও খবর