Logo
শিরোনাম

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মো. বুলবুল আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল নীলফামারীর পলাশপুর থানার রশিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

মৃত বুলবুলের মামাতো ভাই মোসলেম উদ্দিন গণমাধ্যমকে জানান, বুলবুল এবং তিনি চাকরির খোঁজে ঢাকায় আসেন। তবে চাকরি না পাওয়ায় দু’জনে বাসায় ফেরার সিদ্ধান্ত নেন। রাতে বিমানবন্দর স্টেশন থেকে তাদের ট্রেনে ওঠার কথা ছিল। স্টেশনে ট্রেন আসার পর চলন্ত ট্রেনে চড়তে গিয়ে হঠাৎ বুলবুল নিচে পড়ে যায়।


আরও খবর