Logo
শিরোনাম

রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক

প্রকাশিত:সোমবার ০৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙ্গামাটিতে ভূমি নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গামাটির এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

সংবাদ সম্মেলন থেকে তিনি বলেন, বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটি ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ভূমি নিষ্পত্তি বিষয়ক বৈঠকের আহ্বান করা হয়। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ। তাই আগামীকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরের দিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির বলেন, আমরা দফায় দফায় ভূমি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বান করেছি এবং বিভিন্ন প্রস্তাব দিয়েছি। তারা কোন কিছু না মেনে, নিজেদের খেয়াল খুশিমতো কাজ করছে। তাই আমরা এ কমিশনের বাতিল চাই।


আরও খবর