Logo
শিরোনাম

রাঙ্গুনিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ০২ জুলাই 2০২2 | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৮৫০জন দেখেছেন
Image

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফের বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর নাম মো. আবদুল আজিজ (৬৫)।

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩ টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের মৃত গুরু মিয়ার ছেলে। তিনি বাড়ি থেকে অদূরে বেগুন, করলাসহ নানা ধরণের সবজি চাষ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের ছেলে মো. ওমর ফারুক বলেন, রাতে সবজি ক্ষেত দেখতে গিয়েছিলেন বাবা। সকালে পাশ্ববর্তী কৃষকরা বাবার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। সেখানে হাতির আক্রমণে বাবার মৃত্যু হয়েছে। পুলিশ আর বন বিভাগের লোকজনকে খবর দিয়েছি এখনো কেউ আসেনি। বাবার মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে।

রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, হাতির আক্রমণে ত্রিপুরা সুন্দরী এলাকার আবদুল আজিজ নামের এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিবারকে বিষয়টি থানায় জানানোর কথা বলেছি। আমরা আইন অনুয়ায়ী ক্ষতিপূরণসহ যেসব সহযোগিতা দরকার তা করবো।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

প্রসঙ্গত, এর আগে গত রোববার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১নং ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫ ) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। তিনি শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে বন্যহাতির তান্ডবলীলায় আতংকিত এসব এলাকার হাজার হাজার বাসিন্দা। কেউ ফিরছেন আবাদি জমি থেকে এমন সময় হাতির আক্রমণে প্রাণ দিতে হচ্ছে তাদের। সময়ে অসময়ে হাতির দেখা মিলছে দক্ষিণ রাঙ্গুনিয়ার এসব পাহাড়ি এলাকায়।


আরও খবর