Logo
শিরোনাম

‘রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে’

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। ভিডিও ভাষণে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

ভাষণে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা, ইউক্রেনের জন্য আরও অস্ত্র এবং একটি নো-ফ্লাই জোনের জন্য নিজের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনো আলোচনা সফল হওয়ার জন্য একটি পূর্বশর্ত হচ্ছে আমার দেশের প্রকৃত সুরক্ষা

তিনি আরও বলেন, আলোচনায় আমার অগ্রাধিকারগুলো একেবারে স্পষ্ট: যুদ্ধের সমাপ্তি, নিরাপত্তা গ্যারান্টি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, আমাদের দেশের জন্য প্রকৃত গ্যারান্টি, আমাদের দেশের জন্য প্রকৃত সুরক্ষা।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর। এদিকে, একের পর এক নিষেধাজ্ঞায় বিশ্ব থেকে অনেকটা কোণঠাসা রাশিয়া।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩