Logo
শিরোনাম

রায়গঞ্জে ককটেল বিস্ফোরণ, ১৭০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বুধবার ৩০ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৭৬০জন দেখেছেন
Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর ৭ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা চলন্ত দুটি মোটরসাইকেল যোগে পৌঁছে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করে। 

উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম বলেন, মামলার বিষয়টি শুনেছি। আমাদের কোনো নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি একটি সাজানো মামলা।

এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ জনের নামসহ ১৫০ জনকে অজ্ঞাত করে এ মামলাটি হয়েছে।


আরও খবর