Logo
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গুলি করে হত্যা

প্রকাশিত:সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে শফিউল্লাহ শফিক (৩৮) এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। (২৬ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এই ঘটনা ঘটে।

শফিউল্লাহ শফিক বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ জানান, সকালে নিজের ক্যাম্পের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শেষে ফিরছিলেন শফিক। এ সময় একদল দুষ্কতিকারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এপিবিএনের অভিযান চলছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ ইস্টে মোহাম্মদ ইকবাল জানান, শফিউল্লাহ মাঝি ক্যাম্পে  আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) বিরোধে সব বসময় সোচ্চার ছিলেন। হয়তো সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।


আরও খবর