Logo
শিরোনাম

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৯ শ্রমিক দগ্ধ

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানির টিনশেড কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

কেমিক্যাল কারখানার সুপারভাইজার আব্দুল বাতেন বলেন, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কারখানাটি টিনশেডের। প্রবল ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন-বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী হাসান, রাসেল, আকালু, মুজাহিদ।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নিউজ ট্যাগ: নারায়ণগঞ্জ

আরও খবর