Logo
শিরোনাম

শাহজালালে ২১ হাজার পিস ইয়াবাসহ সৌদিপ্রবাসী আটক

প্রকাশিত:রবিবার ২৪ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ হাজার ১৫৫ পিস ইয়াবাসহ সৌদি আরব প্রবাসী আটক হয়েছেন। সৌদিতে পাচারের উদ্দেশ্যে এসব নিয়ে বিমানবন্দরে আসেন প্রবাসী কাজী রিমন। শনিবার (২৩ জুলাই) তাকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আজাদুল ইসলাম সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যদের সহায়তায় লাগেজ স্ক্রিনিংয়ের সময় সৌদিগামী যাত্রী কাজী রিমনের কার্টনে ইয়াবা শনাক্ত হয়। কার্টনের চারপাশে কার্বন পেপারে মোড়ানো প্যাকেটের মধ্যে ২১ হাজার ১৫৫ পিস ইয়াবা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিদর্শক মো. আব্দুল হালিম সরদার বলেন, প্রবাসী কাজী রিমন তিন মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে এসেছিলেন। এসব ইয়াবা সে নিজে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে। সৌদি আরবের মদিনা এলাকায় নিয়ে এসব  ইয়াবা বিক্রি করার পরিকল্পনা ছিল তার। কাজী রিমনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং এলাকায়। তদন্ত সাপেক্ষে এই চক্রের বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই সহকারী পরিদর্শক।


আরও খবর