Logo
শিরোনাম

সব বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ

প্রকাশিত:সোমবার ২৪ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাস থামার প্রতিটি  নির্দিষ্ট জায়গায় ভাড়ার তালিকা ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বলেছেন আদালত। আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আগামী এক মাসের মধ্যে বিআরটিএকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রনয়ণ করতে না পারার ব্যর্থতা ও ভাড়ার তালিকা প্রকাশ্য স্থানে না টানানোর ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করছেন হাইকোর্ট। সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সোমবার আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো. আবু তালেব। সঙ্গে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান ও মুসতাসীম তানজীর।

নিউজ ট্যাগ: হাইকোর্ট

আরও খবর