Logo
শিরোনাম

সহসাই কোভিড-১৯ থেকে মুক্তি মিলছে না: ডব্লিউএইচও

প্রকাশিত:মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
কোভিড-১৯ মহামারি বিদায় এখনো অনেক দেরি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। গেলো দুই মাসে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় দেখা যায়

কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী মৃত্যু বাড়ছেই। এমন একটি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, সহসাই প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি মিলছে না।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাসচিব তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, আমরাও চাই সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় খুলে দেয়া হোক। যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য শুরু হোক। কোভিড-১৯ মহামারি বিদায় এখনো অনেক দেরি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। গেলো দুই মাসে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় দেখা যায় এই ভাইরাস এবং ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো প্রতিরোধ সম্ভব। দ্বিধা, আত্মতুষ্টি এবং গণস্বাস্থ্যে নেয়া পদক্ষেপে অসামঞ্জস্যতার কারণে সংক্রমণ ছড়াচ্ছে।

কোভিডে বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩