Logo
শিরোনাম

‘শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলেই তাৎক্ষণিক ব্যবস্থা’

প্রকাশিত:শুক্রবার ২০ মে ২০22 | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
Image

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। সে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন।

শুক্রবার (২০মে) টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, টাঙ্গাইলে যতগুলো পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি, প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল। প্রথম ধাপে স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের পরীক্ষারটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।

জানাগেছে, জেলায় ২৩ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।


আরও খবর