Logo
শিরোনাম
ঘন কুয়াশায়

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত:শনিবার ২৩ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
রাত ২টায় নদীতে ঘন কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌ-রুটের মোট ১৭টি ফেরি মধ্যে চার ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুইঘাটে নোঙর করে রাখা হয়েছে

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ২টা থেকে শনিবার সকাল পর্যন্ত নদীতে ঘন কুয়াশায় থাকায় নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে ঘাটে আটকে আছে কয়েকশতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

অন্যদিকে কুয়াশা পড়ায় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৩ জানুয়ারি) সকালে জানান, রাত ২টায় নদীতে ঘন কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌ-রুটের মোট ১৭টি ফেরি মধ্যে চার ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুইঘাটে নোঙর করে রাখা হয়েছে।


আরও খবর

দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩