Logo
শিরোনাম

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০22 | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ দিন ধার্য করেন।

সূত্রে জানা গেছে, এদিন একই আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন আবেদন করেন। ওই আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের বিষয়ে নতুন দিন ধার্য করেন এবং ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।

এর আগে, গত ২২ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সম্রাটের আবেদনের প্রেক্ষিতে আদালত অসুস্থ বিবেচনায় তার দ্বিতীয় দফায় জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আরও খবর