Logo
শিরোনাম

সমঝোতার পথে নাকানো এরিকো ও ইমরান শরীফ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাকানো এরিকো ও ইমরান শরীফ দুজনই সমঝোতা চাইছেন। সন্তানদের হাতছাড়া করতে চাইছেন না কেউই। আজ বৃহস্পতিবার উইমেন সাপোর্ট সেন্টারে সন্তানদের সঙ্গে দেখা করতে আসেন নাকানো এরিকো। ফেরার পথে তিনি ও তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় জাপান থেকে আসা শিশুদের বাবা ইমরান শরীফ উইমেন সাপোর্ট সেন্টারের অভ্যর্থনাকক্ষে অপেক্ষা করছিলেন।

এরিকো নাকানোর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি কী চান এ মুহূর্তে? জবাবে তিনি বলেন, চিল্ড্রেন। তাঁর আইনজীবী শিশির মনিরও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি এরিকোর পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিও দিয়েছেন।

শিশির বলেন, বিষয়টি সহজ নয়। আমরা আলাপআলোচনা ও সমঝোতার পক্ষে। আশা করি, স্বল্পতম সময়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে সচেষ্ট হব। আপনাদের সুখবর দিতে পারব। আজ বিকেলে বা সন্ধ্যার কোনো এক সময়ে দুই পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে।

বাংলাদেশি মার্কিন নাগরিক ইমরান শরীফের সঙ্গে জাপানি নাগরিক এরিকো নাকানোর বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিন সন্তান রয়েছে। একাধারে এই সন্তানদের বাংলাদেশ, জাপান ও আমেরিকার নাগরিকত্ব আছে বলে জানিয়েছেন সন্তানদের বাবা ইমরান শরীফ।



আরও খবর