Logo
শিরোনাম

তেলের দাম ১৩ বছরের রেকর্ড ভাঙল

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্বালানি তেলের মূল্য ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা নিয়ে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার ঘোষণা দেওয়ার পরেই তেলের মূল্য রেকর্ড ছাড়িয়েছে।সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এ পর্যায়ে উঠেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছাড়িয়েছিল। তবে পরে তা ১৩০ ডলারে নেমে আসে। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই সরবরাহ ব্যাহতের আশঙ্কায় জ্বালানি পণ্যের বাজার চড়া।

জ্বালানি তেল এবং বাসাবাড়ির বিদ্যুৎ ও জ্বালানির বিল বেড়ে যাওয়ায় এরই মধ্যে গ্রাহক পর্যায়ে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ট্যাগ: জ্বালানি তেল

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩