Logo
শিরোনাম

থেমে যাওয়া আইপিএলের বাকি অংশে নেই সাকিব-মোস্তাফিজ

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে করোনার প্রকোপে ২৯ ম্যাচ হয়ে অনির্দিষ্ট সময়ের জন্য থেমে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। বাকি রয়েছে আরও ৩১টি ম্যাচ। অনেক জল ঘোলার পর আরব আমিরাতে নেয়া হয়েছে ম্যাচগুলো।

তাই নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজন হবে বাকি থাকা আইপিএল ম্যাচগুলো। তার আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিপাকে পড়েছে তাদের বিদেশি খেলোয়াড়দের নিয়ে।

যেমনটা দুই বাংলাদেশী কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে আইপিএল খেলতে পারবেন না সাকিব ও মোস্তাফিজ। সাকিব শুধু আইপিএলেই নয়, একই কারণে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগেও পারবেন না খেলতে।


আরও খবর