Logo
শিরোনাম

তিন বছরের মধ্যে অ্যাপলের বিক্রিতে বড় পতন

প্রকাশিত:শুক্রবার ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ মার্চ ২০23 | ৭৬জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় ২০২২ সালে কেনাকাটায় লাগাম টানতে বাধ্য হয় সারা বিশ্বের মানুষ। যার প্রভাব পড়ে অ্যাপলসহ প্রযুক্তি পণ্য নির্মাতাদের ব্যাংক অ্যাকাউন্টে। কভিডের শুরুর সময়ের তুলনায় সম্প্রতি বিক্রিবাট্টায় সবচেয়ে বড় পতন দেখেছে স্টিভ জবসের প্রতিষ্ঠানটি।

২০২১ সালের একই সময়ের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন জায়ান্টের বিক্রয় ৫ শতাংশ কমেছে। এটি ছিল ২০১৯ সালের পর সবচেয়ে বড় পতন, প্রত্যাশার চেয়েও খারাপ অবস্থা।

সম্প্রতি অনেক সংস্থা তীব্র অর্থনৈতিক মন্দা সম্পর্কে সতর্ক করছে। বিশেষ করে যখন প্রযুক্তি সংস্থায় খরচ কমানোর হিড়িক পড়েছে তখনই অ্যাপলের এই খবর সামনে এল।

বিষয়টি স্বীকার করে অ্যাপলে সিইও টিম কুক জানান, তাদের প্রতিষ্ঠান চ্যালেঞ্জিং সময় পার করছে। এর জন্য কভিডের কারণের চীনের সরবরাহ ঘাটতিকে দায়ি করেন। ডলারের বিনিময় হার বৃদ্ধি, পণ্যমূল্য বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ ও মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব জনিত অর্থনৈতিক মন্দাকেও চিহ্নিত করেন।

এক কনফারেন্স কলে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বিশ্ব অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। অ্যাপলও এর বাইরে নয়।

অ্যাপল বলছে, সারা বিশ্বে বিক্রিতে ভাটা পড়েছে, যা তাদের বেশিরভাগ পণ্যকে প্রভাবিত করেছে। জনপ্রিয় ডিভাইস আইফোনের বিক্রি ৮ শতাংশেরও বেশি কমেছে এবং ম্যাক কম্পিউটারে কমেছে ২৯ শতাংশ।

এই মন্দা প্রতিষ্ঠানটির মুনাফায়ও প্রভাব ফেলেছে, ১৩ শতাংশ কমে ৩ হাজার কোটি ডলার হয়েছে।

সামগ্রিকভাবে ক্রেতাদের মুখ ফিরিয়ে নেয়া স্মার্টফোনের বাজারকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বাজার বিশ্লেষণকারী সংস্থা ক্যানালিসের মতে, বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ গত বছর ১২ শতাংশ কমেছে।

তবে অ্যাপলের নির্বাহীরা আশা করছেন, অ্যাপল পে বা অ্যাপল নিউজের মতো পরিষেবায় প্রবৃদ্ধি ঘটবে। এখন সারা বিশ্বে ২০০ কোটির বেশি সক্রিয় অ্যাপল ডিভাইস রয়েছে।

নিউজ ট্যাগ: অ্যাপল ও গুগল

আরও খবর



২৮ ফেব্রুয়ারি থেকে ফাইজারের টিকা দেওয়া বন্ধ

প্রকাশিত:শুক্রবার ২৪ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ মার্চ ২০২৩ | ৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে করোনা প্রতিরোধে ব্যবহৃত ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফাইজারের টিকাদান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার তৃতীয় ও চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে আমাদের হাতে মজুদ থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। এর ফলে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না। তবে শিশুদের জন্য ফাইজারের যেসব টিকা রয়েছে, সেগুলোর মেয়াদ আরও অনেকদিন আছে। ফলে শিশুদের টিকা কার্যক্রমে কোনো সমস্যা হবে না।

দেশে নতুন টিকা আসা মাত্রই আবারও ফাইজারের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।


আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩




স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৬৬জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। শুক্রবার রাতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটযোগে শুক্রবার রাত সাড়ে ৮টায় ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ১ মার্চ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।

নিউজ ট্যাগ: ওবায়দুল কাদের

আরও খবর



ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৬৬জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এখন থেকে ঘোষণা ছাড়াই সেবাখাতের আয় করা ২০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনতে পারবেন উদ্যোক্তারা ও রপ্তানিকারকরা। বুধবার বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে এটি ছিল ১০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য মুদ্রা। তবে প্রবাসীরা যেকোনো পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারেন। এ ক্ষেত্রে কোনো ধরনের ঘোষণার প্রয়োজন হয় না।

সার্কুলারে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবাখাতের আয় বাবদ প্রাপ্ত রেমিটেন্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে।

খাত সংশ্লিষ্টদের মতে, সি-ফরমে ঘোষণা ছাড়াই ২০ হাজার ইউএস ডলার পর্যন্ত আয় প্রত্যাবাসনের সুবিধার ফলে সেবা রপ্তানিকারকেরা অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন।


আরও খবর

বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

শনিবার ১৮ মার্চ ২০২৩




যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে সিয়াটলে বর্ণবৈষম্য নিষিদ্ধ

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরে আইন করে বর্ণবৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে শহরটিতে কেউ বর্ণবৈষম্য করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। শহরটির সিটি কাউন্সিলে এক ভোটাভুটিরে মাধ্যমে এই ঐতিহাসিক আইন পাস হয়।

 

সিয়াটল শহরের সিটি কাউন্সিলের একমাত্র ভারতীয় বংশোদ্ভূত নারী কাউন্সিলর ক্ষমা সাওয়ান্ত বলেন, আমাদের সমাজে নানান ধরনের বৈষম্য আছে। বর্ণ বা জাতিগত বৈষম্য এমনই একটি। বর্ণবৈষম্য অর্থনৈতিক বৈষম্যের মতোই ভয়াবহ। এটার বিরুদ্ধে সংগ্রাম করা আর দশটি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করার মতো গুরুত্বপূর্ণ।

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে জাতিগত বৈষম্য দূর করা নিয়ে আইন পাস হয়েছে। কিন্তু বহুজাতির দেশটিতে এখন পর্যন্ত জাতিগত বৈষম্য নিষিদ্ধ করে কেন্দ্রীয় কোনো আইন নেই।

 

এ অবস্থায় সিয়াটল শহরের ওই আইন ঐতিহাসিক এবং তা দেশটির অন্য শহরকে একই ধরনের আইন পাস করতে উদ্বুদ্ধ করবে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।


আরও খবর

ট্রাম্প বললেন, ‘আই এম ব্যাক’

শনিবার ১৮ মার্চ ২০২৩




চীনে কয়লা খনি ধসে চারজনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | ৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৪ জন নিহত, ৬ জন আহত ও ৪৯ জন নিখোঁজ রয়েছেন।

ভূমিধসের কারণে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

শিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালনাধীন আলক্সা লিগের একটি উন্মুক্ত কয়লা খনিতে বুধবার ধসের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।  

শি বলেছেন, নিখোঁজদের উদ্ধারে ও আহতদের চিকিৎসায় আমাদের সম্ভাব্য সব উপায় ব্যবহার করতে হবে। 

কিন্তু বুধবার সন্ধ্যায় ভূমিধসের পর তল্লাশি অভিযান স্থগিত করা হয় এবং বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ফের শুরু হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ভূমিধসে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর হয়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনে জ্বালানির অন্যতম বড় উৎস কয়লা। কিন্তু দেশটির কয়লা খনিগুলো বিশ্বের প্রাণঘাতী খনিগুলোর অন্যতম। নিরাপত্তা বিধির যথাযথ অনুসরণ না করাই এর প্রধান কারণ, যদিও সরকার গত কয়েক বছর ধরে নিরাপত্তা মানের উন্নয়নের জন্য বারবার নির্দেশ দিয়ে আসছে।

আন্তর্মঙ্গোলিয়া একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি অঞ্চল। গত বছর সরকার সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার আহ্বান জানানোর পর থেকে চীনের খনিগুলো উৎপাদন বাড়ানোতে জোর দিয়েছে।

ভূমিধসের আগে খনিতে আটকা পড়া শ্রমিকদের খোঁজে চারটি উদ্ধারকারী দলের ১০৯ জন কর্মী কাজ করছিল। কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকাজে সহায়তার জন্য আরও ২৩৮ জন দমকল কর্মী, ৪১টি ফায়ার ট্রাক ও ছয়টি উদ্ধারকারী কুকুর পাঠিয়েছে। বৃহস্পতিবার প্রায় ২০০ জন কর্মী নিয়ে আরও কয়েকটি উদ্ধারকারী দলের সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি কেছাং খনি ধসের কারণ বের করতে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। 

এই দুর্ঘটনা বৃহস্পতিবার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে শীর্ষ আলোচনার বিষয় ছিল। খনিতে নিখোঁজ কর্মীদের বেশিরভাগ ময়লার ট্রাক ও খননকারী যন্ত্রগুলোর চালক ছিলেন বলে সেখানে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছিল, আহত ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং তারা উদ্ধার অভিযানে সহায়তার জন্য ১৫টি অ্যাম্বুলেন্স ও ৪৫ জন চিকিৎসা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছে।

নিউজ ট্যাগ: কয়লা খনি ধস

আরও খবর

ট্রাম্প বললেন, ‘আই এম ব্যাক’

শনিবার ১৮ মার্চ ২০২৩