Logo
শিরোনাম

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নামে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:বুধবার ২৩ জুন ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
হাসপাতালের জমি অবৈধ দখলবাজদের থেকে উদ্ধার করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে একটি উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে বারীর নামে মিথ্যাচার ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনের আয়োজন করে সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ ওঝা, অফিস সহকারী মো. আবুল খানসহ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা।

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে বারী নাজিরপুরে যোগদানের পর পরই হাসপাতালকে দালালমুক্ত করেছেন। হাসপাতালের জমি অবৈধ দখলবাজদের থেকে উদ্ধার করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে একটি উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।

এ কারণে এখন দালাল চক্র হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি বিভিন্ন ক্লিনিকে নিতে না পেরে ডা. ফজলে বারীর বিরুদ্ধে নানা রকম মিথ্যাচার ও মনগড়া খবর ছড়াচ্ছে।

এছাড়া, পত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছে বক্তারা।


আরও খবর