Logo
শিরোনাম

ভালোবাসা দিবস নিয়ে পরীক্ষায় প্রশ্ন, সমালোচনার ঝড়

প্রকাশিত:শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালবাসা দিবসের ফুল নিয়ে প্রশ্ন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। প্রশ্নের ২৫ নম্বর ক্রমিকের নৈর্ব্যক্তিক প্রশ্নটি ছিল:-

বিশ্ব ভালবাসা দিবসে নিচের কোন ফুলটির চাহিদা বেশি

(ক) রজনীগন্ধা (খ) গোলাপ (গ) ডালিয়া (ঘ) চন্দ্রমল্লিকা।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটি ছড়িয়ে পড়ার পর অনেকেই পরীক্ষায় এমন প্রশ্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী সরকারি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক বিকাশ মন্ডল বলেন, বিশ্ব ভালবাসা দিবস আন্তর্জাতিক স্বীকৃত একটা দিবস। এটা নিয়ে প্রশ্ন করা দোষের কিছু নেই।

কলেজের অধ্যক্ষ সঞ্জীত কুমার সাহা বলেন, এ বিষয় শিক্ষকদের মধ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কৃষি শিক্ষকের কাছে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর