Logo
শিরোনাম

ভারতে ১০৪ দিন পর দৈনিক মৃত্যু ৫শ'র নীচে

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত কয়েক দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণ ৩৮ থেকে ৪২ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। সোমবার দেশটিতে দৈনিক কোভিড সংক্রমণ ৩৮ হাজার ১৬৪। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯ জন।

তবে দৈনিক সংক্রমণ একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও কমছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯৯ জন করোনা রোগীর। দৈনিক রোগীর সংখ্যা প্রায় সাড়ে তিন মাস পর ৫০০-র কম হল। ৬ এপ্রিল শেষবার দেশের দৈনিক মৃত্যু ছিল ৫০০-র নীচে। তার পর বাড়তে বাড়তে চার হাজারও ছাড়িয়েছিল তা। কমতে কমতে ১০৪ দিন পর ৫০০-র নীচে নামল।

দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না কেরালা নিয়ে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার জন আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। মহারাষ্ট্রে তা ৯ হাজার। অন্ধ্রপ্রদেশে গত কদিনে দৈনিক আক্রান্ত আড়াই হাজার থেকে বেড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু তামিলনাড়ুতে তা কমে দু'হাজারের কাছাকাছি। এ ছাড়া আসাম, ওড়িশা এবং কর্ণাটকের পরিস্থিতি যথেষ্টই লাগামছাড়া। মণিপুরসহ উত্তরপূর্বের রাজ্য গুলি নতুন করে বাড়াচ্ছে চিন্তা।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩