Logo
শিরোনাম

ভারতে একদিনে করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজারের কাছাকাছি

প্রকাশিত:শুক্রবার ১১ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনায় বিপর্যস্ত ভারতে আরও ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ৯১ হাজার ৭০২। শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেবে দিয়েছে দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ।

এরআগে বৃহস্পতিবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে ছয় হাজার মৃত্যু ছাড়ানো প্রথম দেশ ভারত

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে,  দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৬৩ হাজার ৭৯ জনে।

ভারতের কর্নাটক, কেরালা, তামিলনাড়ু রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। সপ্তাহের শুরুতে যে রকম ছিল, এখনও সে রকমই রয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে অনেকটাই বেড়েছে মৃত্যুর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ৯১৫ জন।

গত সপ্তাহ মহারাষ্ট্রে মৃত্যু কিছুটা কমেছিল। রাজ্যটির দৈনিক মৃত্যু নেমে এসেছিল ৫০০-৬০০ এর ঘরে।

গত দুদিন দৈনিক মৃত্যু অস্বাভাবিক বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত তিনদিনের মতো শুক্রবারও তা ৫ শতাংশের নীচেই রয়েছে। আবার দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। যার জেরে সক্রিয় রোগী কমছে।

এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ১১ লাখ ২১ হাজার ৬৭১ জন। পাশাপাশি দেশে এখন টিকা দেওয়া হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩