Logo
শিরোনাম

ভারতে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন সর্বস্থরের মুসল্লিরা।

শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা শহরের শেরে বাংলা পার্কের চৌড়ঙ্গী মোড়ের সামনে সমবেত হন। পরে বিভিন্ন ধর্মীয় সংগঠণের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে মুসল্লিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে গিয়ে সমাবেশ করে। এ সময় বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেন মুসুল্লি।

সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ. ন. ম আব্দুল করিম, ঈমান আক্বীদা রক্ষাকারী কমিটির সভাপতি ড. আব্দুর রহমান, পঞ্চগড় জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ, হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবী কুমার জিন্দাল যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। আমরা বিজেপির ওই দুই নেতাসহ যারা এর সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।


আরও খবর