Logo
শিরোনাম

ওয়ানডে র‍্যাংকিংয়ে ভারতকে টপকে গেল পাকিস্তান

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এর ফলে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়েছে বাবর আজমরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলে পাকিস্তান উঠে এসেছে র‌্যাংকিংয়ের ৪ নম্বরে।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১০২।

র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ছিল পাঁচে আর ভারত ছিল চারে। পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জেতায় তাদের রেটিং বেড়ে হয়েছে ১০৬। ফলে পাকিস্তান উঠে গেছে চারে আর ১০৫ রেটিংধারী ভারত নেমেছে গেছে নম্বরে পাঁচে।

১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, এরপর ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থান তিনে আর বাংলাদেশ রয়েছে সাতে।

এক দিনের ক্রিকেটে পাকিস্তান দুর্দান্ত খেলছে দুই বছর ধরে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে এসেছে বাবর বাহিনী। এ ছাড়া ১৯৯৮ সালের পর পাকিস্তান সফরে আসা অস্ট্রেলিয়াকেও ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান।


আরও খবর