Logo
শিরোনাম

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে আটক ক‌রা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭‌ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার (১৭ অক্টোবর) সকালে দণ্ডপ্রাপ্তদের জেলে পাঠায় পু‌লিশ।

এর আগে রোববার (১৬ অক্টোবর) রাতে উপজেলার গো‌বিন্দাসী এলাকা সংলগ্ন যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ভলগেট ও ড্রেজার মে‌শিন জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে রাজ্জাক ব্যাপারী, ভুঞাপুরের গোবিন্দাসী ইউ‌নিয়নের আনছার আলী মন্ডলের ছেলে রমজা মন্ডল, একই গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে রাজ্জাক শেখ, কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরকা‌টিহা‌ড়ি গ্রামের মৃত বাচ্চু ফ‌কিরের ছেলে রিফাত ফ‌কির ও একই গ্রামের সুলতান মিয়ার ছেলে মাসুদ মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কর‌ছিল তারা। অ‌ভিযান চা‌লিয়ে তাদের আটক করে প্রত্যেককে সাত‌দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। যমুনা থেকে বালু উত্তোলন বন্ধে নিয়‌মিত অ‌ভিযান চলবে।


আরও খবর