Logo
শিরোনাম

যুদ্ধে রাশিয়ার এক জেনারেল নিহত: ইউক্রেন

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। খবর বিবিসির। 

ইউক্রেনের গোয়েন্দারা টুইটারে একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন, ইনিই সেই মেজর জেনারেল, যিনি নিহত হয়েছেন। তবে বিবিসি বলছে, তারা নিরপেক্ষভাবে বিষয়টি যাচাই করতে পারেনি। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা বলেছে, নিহত জেনারেলের নাম ভিতালি গেরাসিমভ। তিনি রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং চিফ অফ স্টাফ।

এছাড়া রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন বলেও তারা দাবি করেছেন।

নিহত জেনারেল গেরাসিমভ চেচনিয়ার যুদ্ধে ও সিরিয়া-রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। ক্রিমিয়া দখলের পর তিনি পদক পেয়েছিলেন বলে দাবি করছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ।  


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩