Logo
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কি.মি. যানজট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
Image

টাঙ্গাইল প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিষয়টি বঙ্গবন্ধু সেতু থানার ওসি সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দেষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

বগুড়াগামী শ্যামলী পরিবহনের যাত্রী মোন্নাফ বলেন, সকাল সাড়ে ৭ টায় এলেঙ্গা থেকে গাড়িতে উঠে দেড় ঘণ্টায় আধা কিলোমিটার রাস্তা যেতে পারি নাই। তাই এখন বাধ্য হয়ে বাড়ি ফেরত যাচ্ছি।

দিনাজপুরগামী সাদিয়া বলেন, তিন দিনের ছুটি পাচ্ছি তাই বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আটকা পড়েছি। এতে আমার এক বছরের মেয়ে গরমে কান্না করছে।

ওসি সফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত এসেছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।


আরও খবর