Logo
শিরোনাম

চলন্ত ট্রেনে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৬ সেপ্টেম্বর) ইত্তেফাককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুইজনের খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ২৪ সেপ্টম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় রুবেল মিয়া নামে আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

রুবেল পুলিশকে জানান, তারা গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠেন। দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। না দিলে তারা ৩ জনকে ছুরি দিয়ে আঘাত করে। রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় হামলার ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আগেই আউটার সিগনালে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে নেমে যায়।


আরও খবর