Logo
শিরোনাম

চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত যশপ্রীত বুমরা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিঠের চোটের কারণে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ভারত ফাস্ট বোলার যশপ্রীত বুমরার। অস্ট্রেলিয়ায় তাঁকে পাওয়া যাচ্ছে না, পিটিআইকে এমন জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরা। প্রথম ম্যাচে তাই খেলা হয়নি তাঁর। এর আগে চোটের কারণেই এশিয়া কাপে খেলা হয়নি তাঁর, ফিরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময় পিঠে ছোট পান বুমরাহ। যে কারণে প্রথম ম্যাচ তাকে মাঠে নামানো হয়নি। যদিও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি; তবে চোটের অবস্থা গুরুতর হওয়ায় তার আর সেরে ওঠা হয়নি। বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি, এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এশিয়া কাপে একই ইনজুরির কারনে মাঠে নামা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরলেও বল হাতে ভালো করতে পারেননি তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই পড়লেন আগের চোটে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বুমরাহ টি-২০ বিশ্বকাপে খেলছে না। ওর পিঠের অবস্থা জটিল। ওর পিঠে চোটটা গুরুতর। ওর সুস্থ হলে ৬ মাস সময় লাগবে।

এদিকে বুমরাহর বদলি কে হবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে শিগগিরই তা জানিয়ে দিবে বিসিসিআই।


আরও খবর