Logo
শিরোনাম

দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ১৪৪

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিংয়ে ওয়েস্টইন্ডিজ; বল হাতে এইডেন মার্করাম। সাউথ আফ্রিকা দলে ব্যক্তিগত কারণে নেই কুইন্টন ডি কক, উইকেটের পেছনে তাই হেনরিচ ক্লাসেন। নিজের প্রথম ওভারে মার্করাম দিলেন চার রান, দ্বিতীয় ওভারে বল করতে এসে করেছেন মেইডেন। মাঝখানে দুই রান দিয়েছেন কাগিসো রাবাদা। তিন ওভার শেষে ছয় রান ক্যারিবিয়ানদের! ছয় ওভার শেষে লুইসের কল্যাণে ৪৩।

অর্ধশতক তুলে নেওয়া লুইস পরের ওভারেই ৫৬ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তিনে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু নিকোলাস পুরানের। ১২ রান করে কেশব মহারাজের বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরলেও বাউন্ডারি ছাড়া করেছেন দুটি বল।

পুরান ফিরছেন, ব্যাট হাতে মাঠে আসেন ক্রিস গেইল। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে একটা দিনই হয়তো এই ম্যাচে কেটেছে সিমন্সের। রাবাদার বলে যখন বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরছেন ততক্ষণে খেলে ফেলেছেন ৩৫টি বল। কোনো বাউন্ডারি তো আসেইনি, উল্টো করেছেন মাত্র ১৬ রান!

১৮তম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াস বোলিংয়ে এসে ফিরিয়েছেন গেইলকে। ১২ রানে ড্রেসিংরুমে ফিরে যাওয়া গেইল অধিনায়ক পোলার্ডের সঙ্গে গড়েছেন ৩২ রানের জুটি। গেইলের ফেরার পর উইকেটে এসে আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবে বাউন্ডারি হাঁকান আন্দ্রে রাসেল। কিন্তু রাসেলও পারেননি পিচে থিতু হতে। আনরিক নর্কিয়ার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে।

নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যেই ১৪৩ রান করেছেন, সেটাও পোলার্ডের ২৬ রানের কল্যাণেই। প্রিটোরিয়াস নিয়েছেন ১৭ রানে ৩ উইকেট, মহারাজ ২৪ রানে দুইটি।


আরও খবর