Logo
শিরোনাম

ফুলপুরে ঝড়সহ শিলাবৃষ্টি

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ফুলপুরে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলায় শিলাবৃষ্টি শুরু হয়।

উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রামেরে এক কৃষক বলেন, ধানের থোরগুলো কেবল বের হচ্ছে। এই মুহূর্তে শিল পড়ায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০ মিনিট শুধু শিলই পড়েছে। এতে কি পরিমাণ ক্ষতি যে হয়েছে তা শুধু অনুমানের বিষয়। না দেখে বলা যাবে না।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। সার্বিক খোঁজ খবর নিয়ে পরে বলা যাবে। 

নিউজ ট্যাগ: ঝড়সহ শিলাবৃষ্টি

আরও খবর