Logo
শিরোনাম

ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে বাবাকে হত্যা

প্রকাশিত:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাবা-মায়ের ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে বাবার পেটে ছুরি মারেন ছেলে লিমন (১৭)। এতে গুরুতর আহত জুলহাস মোল্লা চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া।

এর আগে রোববার (৭ আগষ্ট ) কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জাকারিয়া বলেন, গত রোববার জুলহাস মোল্লা ও তার স্ত্রী রূপা আক্তারের মধ্যে ঝগড়া হয়। ওই দম্পতির একমাত্র ছেলে লিমন তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে লিমন তার বাবা জুলহাস মোল্লার পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজনরা জুলহাস মোল্লাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে লিমন পলাতক রয়েছে।

বরুড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটি এতদিন কেউ আমাদের জানায়নি। শুক্রবার সকালে ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।


আরও খবর