Logo
শিরোনাম

জনশুমারির সময় বাড়ল বন্য কবলিত চার জেলায়

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বাধাগ্রস্ত হয়েছিল জনশুমারি কার্যক্রম। মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল শুমারির কাজ। এমতাবস্থায় বন্যা কবলিত চার জেলায় শুমারির সময় বাড়িয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোবিবিএস।

এবারের জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ১৫ জুন একযোগে শুরু হয়ে শেষ হয় ২১ জুন। শুমারি চলাকালে সিলেট অঞ্চল ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগের কারণে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব এলাকার তথ্য সংগ্রহের বর্তমান হার ৯০ শতাংশের নিচে। এমতাবস্থায়, বন্যা পরিস্থিতি বিবেচনায় উক্ত এলাকাসমূহে শুমারির তথ্য সংগ্রহের সময়কাল আগামী ২৮ জুন২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 এগারো বছর পর দেশে শুরু হয়েছে কাঙ্ক্ষিত জনশুমারি ও গৃহগণনা২০২২ । আগে কাগজ কলমে গণনা করা হলেও এবার হচ্ছে আধুনিক ট্যাবের মাধ্যমে। প্রতিটি গণনার পরপরই তথ্য বিবিএসের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে যোগ হচ্ছে। সারা দেশে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী তথ্য সংগ্রহে কাজ করেছেন।

 


আরও খবর