Logo
শিরোনাম

মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয়েছিল সেই বিমানের পাইলটের

প্রকাশিত:শুক্রবার ২৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ২১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট

ওমানের মাস্কট থেকে ঢাকায় আসার পথে পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, ফ্লাইটটির এক পাইলট হঠাৎ অসুস্থ বোধ করায় জরুরী অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, আজ সকাল সাড়ে ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বোয়িং ৭৩৭ বিমানটির। কিন্তু বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে যাওয়ায় ভারতের নাগপুরে জরুরী অবতরণ করে। যতদূর জানা গেছে, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।

যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন জানিয়ে তিনি বলেন, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। সবাইকে খাবারসহ যাবতীয় অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও খবর