Logo
শিরোনাম

সাড়ে ছয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জানুয়ারী 20২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

গতকাল বুধবার মধ্যরাত থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সাড়ে ৬টা থেকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ার পর প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণ অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তবে ঘাট এলাকায় ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ভারি পরিবহণ ও ট্রাকের শ্রমিকেরা দুর্ভোগে পড়েছেন।


আরও খবর