Logo
শিরোনাম

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত

প্রকাশিত:সোমবার ১৮ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম দুপুরে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের মোছা. আঁখি খাতুন(১০), মো. মতিয়ার রহমান (৩৫), মোছা. হাসিনা বেগম (৩০), মো. কয়ের আলী (৫৫), মো. জাহিদ মিয়া (২৫), মোছা. সাথী খাতুন (৭), মো. খলিল মিয়া (২৫) ও মো. সুমন আলী (৩০)।

রেজাউল করিম জানান, নাটিয়াপাড়া এলাকায় একটি বালু বোঝাই ড্রাম ট্রাক (নম্বর বিহীন) দাঁড়ানো ছিল। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস (কুষ্টিয়া-ব-১১-০০৪২) বালুবোঝাই ড্রাম ট্রাকের কাছে এসে দাঁড়ালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ওই মাইক্রোবাসে থাকা ৮ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও খবর