Logo
শিরোনাম

টেকনাফে র‍্যাবের অভিযানে আইসসহ রোহিঙ্গা আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইউনুস প্রকাশ ইনিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যং পাড়ায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আইসসহ আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর