Logo
শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের কাছে হারের পর যা বললেন বাবর আজম

প্রকাশিত:রবিবার ২৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেলো ভারত।

ম্যাচ শেষে হতাশ বাবর আজম বলেন, আমরা বোলিং ভালো শুরু করেছিলাম। কিন্তু এরপর বাকি কৃতিত্ব হার্দিক এবং কোহলির। ম্যাচ তারা নিজেদের করে নেয় এবং যেভাবে শেষ করা প্রয়োজন সেভাবেই শেষ করে।

বাবর আজম বলেন, আমাদের সুযোগ ছিল। ছেলেদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে বলেছিলাম। কিন্তু এরপর কোহলির কৃতিত্বে ম্যাচ ভারত জিতে নিল। তবে ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিতে চান পাক অধিনায়ক। তিনি বলেন, ইফতেখার এবং মাসুদ ভালো খেলে এবং আমরা মোটামুটি সুন্দরভাবে ব্যাটিং শেষ করি।

 


আরও খবর