Logo
শিরোনাম

আফগানদের বিরুদ্ধে সহজেই জয় পাবে না পাকিস্তান

প্রকাশিত:শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ইংল্যান্ড ও পাকিস্তান তাদের গ্রুপের শীর্ষে রয়েছে। পাশাপাশি, দুই ম্যাচেই বড় ব্যবধানে জেতায় এখন ভাল নেট রান রেট এই দুই দলের। টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুই দলের ভারসাম্যই খুব ভাল। আর সাম্প্রতিক ছন্দের নিরিখে এই দুই দলকেই সম্ভাব্য ফাইনালিস্ট ধরা হচ্ছে।

আজ, শুক্রবার পাকিস্তান নামছে আফগানিস্তানের বিরুদ্ধে। যে দলটা কিন্তু যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এমনিতেই আফগানরা টি-টোয়েন্টি ক্রিকেট ভালই খেলে। ওদের ব্যাটাররাও মজায় ব্যাট চালিয়ে দেদার চার-ছক্কা হাঁকায়। ওদের স্পিনারদের ঘূর্ণি বোঝাও বেশ কঠিন।

সবার উপরে দলে রশিদ খান নামে এমন এক জন স্পিনার রয়েছে, যাকে অন্য অধিনায়কেরাও তাদের দলে সাদরে গ্রহণ করবে। পাকিস্তান জানে, আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জয় আসবে না। সে কারণেই আরও একটা ভাল ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দুপুর ৩.৩০ থেকে, স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

 


আরও খবর