Logo
শিরোনাম

আইপিএলে প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হলেন যারা

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর মেগা নিলামে মোট ৬০০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হচ্ছে। যার মধ্যে প্রথম দিন দল পেয়ে গেলেন প্রথম সারির বেশিরভাগ দেশি ও বিদেশি তারকা। যেসব ক্রিকেটাররা বিরাট অর্থে বিক্রি হবেন বলে মনে করা হয়েছিল, তারা তত দাম পেলেন না। আবার ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে প্রতিযোগিতার জেরে প্রত্যাশার চেয়ে অনেক চড়া দামে বিক্রি হলেন কয়েকজন তারকা।

প্রত্যাশার চেয়ে চড়া দামে বিক্রি হলেন যেসব খেলোয়াড় :

১. ৭ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে লখনউয়ে গেলেন ইংল্যান্ডের মার্ক উড। অথচ এত মূল্যে যে তাকে কোনও দল নেবে, কল্পনাও করেননি অনেকে।

২. জস হ্যাজেলউডকে ৭ কোটি টাকায় কিনল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

৩. কেকেআরের প্রাক্তন বিদেশি ক্রিকেটার লকি ফার্গুসনকে গুজরাট টাইটান্স কিনে নিল ১০ কোটি টাকায়।

৪. ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকে কিনে নিল হায়দরাবাদ।

৫. কেকেআরে চূড়ান্ত ব্যর্থ দীনেশ কার্তিক কি দল পাবেন? এই নিয়েই যেখানে সন্দেহ ছিল, সেখানে কি না আরসিবি সাড়ে ৫ কোটিতে কিনে নিল ভারতীয় উইকেটকিপারকে।

৬. টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলি তারুণ্যের দিকেই ঝোঁকে। তাই এককালে অম্বতি রায়ডু আইপিএলের অন্যতম নামী তারকা হলেও মনে করা হয়েছিল, এবার হয়তো ন্যূনতম দরের থেকে খুব বেশি অর্থ পাবেন না তিনি। কিন্তু শেষমেশ দেখা গেল ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় রায়ডুকে কিনল তাঁরই পুরনো দল চেন্নাই সুপার কিংস।

৭. দড়ি টানাটানিতে ৮ কোটি টাকা দর উঠল নীতীশ রানার। কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

৮. একই ভাবে ভাগ্যের শিকে ছিঁড়ল শিবম মাভিরও। ফাস্ট বোলারকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় ঘরে তুলল নাইট শিবির।

৯. অলরাউন্ডার শাহরুখ খানকে নিতে শুরুতেই ঝাঁপায় কেকেআর। আসরে নামে পাঞ্জাব এবং চেন্নাইও। শেষমেশ বাজিমাত করে প্রীতি জিনতার ফ্র্যাঞ্চাইজি। ফলস্বরূপ, ৯ কোটি টাকায় শাহরুখকে কিনল পাঞ্জাব।

১০. খানিকটা অপ্রত্যাশিতভাবে ১০ কোটি টাকা দিয়ে আবেশ খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

অনেকে অবশ্য এই তালিকায় রাখছেন শ্রেয়স আইয়ারকেও। যিনি ১২ কোটি ২৫ লক্ষের বিনিময়ে কেকেআরে যোগ দিচ্ছেন। 

অপ্রত্যাশিত কম দাম পেলেন যারা :

১. ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

২. বহু আইপিএলের নায়ক ডেভিড ওয়ার্নারকে সাড়ে ৬ কোটিতেই কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

৩. মাত্র ২ কোটি টাকা দিয়ে চায়নাম্যান কুলদীপ যাদবকেও দলে পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস।

৫. প্রত্যাশার থেকে খানিকটা কমই মূল্য পেলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সাড়ে ৬ কোটিতে তাকে দলে নিল রাজস্থান।


আরও খবর