
নিউজিল্যান্ডে
ত্রিদেশীয় সিরিজ খেলার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
খেলবে বাংলাদেশ। তার জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্যারিবিয়ান প্রিমিয়ার
লিগ (সিপিএল) খেলায় এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।
তার জায়গায় অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। চোটের
কারণে এশিয়া কাপে ছিলেন না সোহান। চোট থেকে সেরে ওঠায় এই সিরিজে তাকে পাচ্ছে বাংলাদেশ।
এছাড়া চোটের কারণে
এশিয়া কাপ মিস করেছিলেন লিটন কুমার দাস ও ইয়াসির আলি চৌধুরি রাব্বি। দু’জনেই চোট কাটিয়ে
এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। বিশ্বকাপ দলেও নাম রয়েছে তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ও ত্রিদেশীয় সিরিজের মতো আরব আমিরাতের বিপক্ষেও বাংলাদেশ দলে জায়গা হয়নি অফ স্পিন অলরাউন্ডার
শেখ মাহাদির।
আরব আমিরাতের
বিপক্ষে দলে আছেন বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকা বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ
হোসাইন।
সংযুক্ত আরব আমিরাতের
উদ্দেশ্যে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশ ছাড়বে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম
ম্যাচে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর
একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
আরব আমিরাতের
বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-
নুরুল হাসান সোহান
(অধিনায়ক), সাব্বির রহমান, লিটন দাস, ইয়াসির
আলী রাব্বি, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম,
মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত,সৌম্য সরকার, রিশাদ হোসেন, মুস্তাফিজুর
রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।