Logo
শিরোনাম

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হুদাকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দুরুল হুদা।

সাজাপ্রাপ্ত দুরুল হুদা জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গরিয়া বাজারের মৃত উমেদ আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ মার্চ সকালে বাড়ির রাস্তার জমি নিয়ে বড় ভাই আব্দুর রশিদকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন দুরুল হুদা। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ওই দিনই গোমস্তাপুর থানায় দুরুল হুদাকে আসামি করে হত্যা মামলা করেন।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক রায় ঘোষণা করেন।


আরও খবর