Logo
শিরোনাম

চার মাসে ডায়রিয়ায় প্রাণ গেল ৯৩ জনের

প্রকাশিত:সোমবার ০৯ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরে এখন পর্যন্ত ডায়রিয়ার ৯৩ জনের মৃত্যু এবং ৪০ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, জানুয়ারি মাসে ডায়রিয়ায় ২৮ জন, ফেব্রুয়ারিতে দুইজন, মার্চে ২৮ জন, এপ্রিলে ৩৫ জন। এ ছাড়া চলতি মাসের ৬ মে পর্যন্ত করো মৃত্যু হয়নি।

এ সময়ের মধ্যে ডায়রিয়ায় বেশি মৃত্যু হয়েছে রাজশাহীতে। এ বিভাগে ৩১ জনের মৃত্যু হয়। এ ছাড়া সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খুলনায়। এ বিভাগে শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৭ জন।

এদিকে গত কয়েক বছরের মধ্যে এবার ডায়রিয়ার প্রকোপ বেশি। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডায়রিয়া থেকে বাঁচতে মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে। পানি ফুটিয়ে খেতে হবে, রাস্তার পাশের উন্মুক্ত খাবার খাওয়া যাবে না। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে, ফিডারে শিশুকে কিছুই খাওয়ানো যাবে না।


আরও খবর