Logo
শিরোনাম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৩১ জন

প্রকাশিত:রবিবার ১৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩১। এর মধ্যে ঢাকায় ৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৯ জন। রবিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৩৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৫০৭ জন, আর বাকি ১২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৬৩৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৯০৩ জন।


আরও খবর