Logo
শিরোনাম

দিনাজপুরে দম্পতির মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ০৬ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুর শহরের একটি ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৬ জানুয়ারি সকালে শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পাশের ফাতেমা বীথি নামে একটি ভাড়া বাসায় তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ফরেনসিক বিভাগের লোকজন সহায়তায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলেন মজিবর রহমান (৬৫) এবং তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)।

ওসি তানভীরুল জানান, নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এর মধ্যে মজিবর রহমানকে ঘরের আড়ায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে নিহতদের আত্মীয়-স্বজন ও উৎসুক জনতার ঢল নামে ওই বাসায়। পুলিশ উপস্থিতি সামাল দিতে বাড়ির প্রধান ফটকে তালা দেয়।


আরও খবর