Logo
শিরোনাম

এবারের হজ যাত্রীদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিবন্ধিত হজ গমনেচ্ছুদের চলতি বছরের মার্চে মাসে করোনার টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ বছর হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি সরকার করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করায় নিবন্ধিত ৬০ হাজার ৭০৬ জন হজ যাত্রীকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, নিবন্ধিত হজ যাত্রীদের টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্মতারিখ, মাতা ও পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর ও হজ এজেন্সির নাম উল্লেখ করতে হবে

নিউজ ট্যাগ: হজ যাত্রী

আরও খবর