Logo
শিরোনাম

একে একে মারা গেলেন দগ্ধ ৬ জনই

প্রকাশিত:শুক্রবার ০৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেরানীগঞ্জে রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছিলেন একই পরিবারের ৬ জন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেলেন দগ্ধ ৬ জনই।

সর্বশেষ বৃহস্পতিবার ভোরে আইসিইউতে থাকা শিশু ইয়াসিন হোসেনের (১২) মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- বেগমী আক্তার (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদাত হোসেন (২০) ও মারিয়া আক্তার (৮)।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল মালোপাড়া এলাকার একটি বাসায় রান্নাঘরের গ্যাসের চুলার লাইন লিকেজ হয়ে গ্যাসে ঘর ভরে গিয়েছিল। রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস বাইরে বের হতে পারেনি। ৩০ আগস্ট (মঙ্গলবার) ভোরে বেগমী আক্তার চুলা জ্বালানোর জন্য আগুন ধরালে গ্যাসের কারণে রান্নাঘরসহ অন্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে বেগমী আক্তারসহ ৬ জন দগ্ধ হন।

দগ্ধ শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। ওই দিন রাতেই দগ্ধদের মধ্যে প্রথমে শিশু মারিয়ার মৃত্যু হয়। এরপর একে একে একই পরিবারের আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে ইয়াসিনের মৃত্যু হয়।


আরও খবর