Logo
শিরোনাম

এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে শ্রীলংকা যেতে পারছেন না লিটন

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুই দিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট খেলতে আজ দেশ ছাড়বে টাইগাররা। দুপুরের ফ্লাইটে শ্রীলংকার উদ্দেশে রওনা হবে তারা। তবে দলের বাকি সবার সঙ্গে লংকায় যাওয়া হচ্ছে না টাইগার ওপেনার লিটন দাসের।

এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা। আর আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে দল। তবে জর আক্রান্ত হওয়ায় আজ বাকি সবার সঙ্গে যেতে পারছেন না লিটন।

বিসিবি সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে আজ লিটন যেতে না পারলেও তিনি আগামী কাল যাবেন। আর শারীরিক অসুস্থতা না সারলে বিকল্প নিয়ে ভাবা হবে বলেও জানা গেছে।

এদিকে লিটনের মত দলের সঙ্গে যাওয়া হচ্ছে না পেসার তানজিম সাকিবেরও। ইবাদত হোসেন চোটে পড়ায় তাকে দলে নেওয়া হয়েছে। তবে তিনি আলাদা ফ্লাইটে শ্রীলংকা পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।


আরও খবর