Logo
শিরোনাম

‘ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেবেন বাইডেন’

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে স্থানীয় সময় আজ রোববার ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। খবর এএফপির।

এক টুইটে জেলেনস্কি বলেন, চলমান আলোচনার অংশ হিসেবে আমি বাইডেনের সঙ্গে আরেকবার আলোচনা করেছি। ইউক্রেনের নিরাপত্তা, অর্থনৈতিক ইস্যু, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে।

আধঘণ্টার ওই আলোচনার বিষয়ে হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাইডেন তাঁর প্রশাসন ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন। ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করার বিষয়েও গুরুত্ব দেন বাইডেন।

কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের নেতা মার্কিন আইনপ্রণেতাদের ভিডিও কলে তাঁর দেশে আরও সহযোগিতা করতে আহ্বান জানান। রাশিয়ার তেল আমদানি কালোতালিকাভুক্ত করার জন্যও আহ্বান জানান তিনি।

মার্কিন আইনপ্রণেতারা অতিরিক্ত এক হাজার কোটি ডলারের প্যাকেজ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তেল আমদানিতে নিষেধাজ্ঞার আহ্বান প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের আশঙ্কা এতে তেলের দাম ও মুদ্রাস্ফীতি আরও বাড়বে। ফলে মার্কিনরা ক্ষতিগ্রস্ত হবে।

পশ্চিমা মিত্রদেশগুলো অস্ত্র, গোলাবারুদ ও তহবিল ইউক্রেনে সরবরাহ করছে। রাশিয়ার কয়েকজন ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওয়াশিংটন গত সপ্তাহে কিয়েভে ৩৫ কোটি ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্যাকেজ।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩